চট্টগ্রামে পুরাকীর্তি কষ্টি পাথরের প্লেট-বাটি উদ্ধার: গ্রেফতার ২
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া আটগাছ তলা এলাকায় অভিযান চালিয়ে ৩.২৬ কেজি ওজনের মহামূল্যবান পুরাকীর্তি কষ্টি পাথরের একটি প্লেট ও একটি বাটি উদ্ধার করেছে র্যাব সদস্যরা।
এ সময় ২ জন চোরাকারবারী’কে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া আটগাছ তলার রফিক ভবনে চোরাকারবারী অবৈধ ভাবে পুরাকীর্তি কষ্টি পাথর ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্য পেয়ে অভিযান চালায় র্যাব সদস্য। উক্ত খবরের ভিত্তিতে ১১ জানুয়ারি র্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী প্রফুল্ল দাস (৬৫) ও তুহিন দে (২২) কে গ্রেফতার করা হয়।
নিজস্ব প্রতিবেদক, ফোকাস চট্টগ্রাম ডটকম